রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্ষুধার সূচকেও বাংলাদেশের পেছনে ভারত, মোদিকে রাহুলের তোপ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:২৫, ১৭ অক্টোবর ২০২০

আপডেট: ০০:৩১, ২০ অক্টোবর ২০২০

৮৫২

ক্ষুধার সূচকেও বাংলাদেশের পেছনে ভারত, মোদিকে রাহুলের তোপ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করার জন্য একের পর এক ইস্যু পাচ্ছেন বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অভ্যন্তরীণ নানা ইস্যুর পর সাম্প্রতিক সময়ে পাচ্ছেন আন্তর্জাতিক ইস্যুও। এই যেমন দুদিন আগে আইএমএফ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের প্রথমার্ধ্বে মাথাপিছু আয়ে ভারতকে ছাপিয়ে যাবে বাংলাদেশ।

এই প্রতিবেদন সামনে আসার পর নরেন্দ্র মোদীকে একহাত নিয়েছেন রাহুল। এর দুদিন বাদেই আবার নতুন ইস্যু। এবারও অনুঘটক বাংলাদেশ। বিশ্ব খাদ্য সূচকেও ভারতের চেয়ে বেশ এগিয়ে গেছে বাংলাদেশ। ফলে আবারও ক্ষমতাসীন দলের ওপর চটেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষুধা মেটানোর সক্ষমতায় বাংলাদেশ থেকে পিছিয়ে পড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন রাহুল। বলেছেন, বিজেপি সরকার নিজেদের পকেট ভর্তিতে ব্যস্ত, এটা তারই ফলাফল।

রাহুল টুইটে বলেছেন, ‘ভারতের গরিবেরা ক্ষুধার্ত, তাদের পেটে খাবার আছে কি? কারণ সরকার নিজেদের এবং স্বজনদের পকেট ভারী করছে।’

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড প্রকাশিত সূচকে জানা গেছে, এই সূচকে বাংলাদেশের অবস্থান ৭৫। ভারতের এবারের অবস্থান ৯৪, পাকিস্তানের ৮৮। গত বছরও ভারত এবং পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। গত বছরের সূচকে ভারত ১০২তম ও পাকিস্তান ৯৪তম অবস্থানে ছিল।

আরো পড়ুন:

ক্ষুধার সূচকে ১৩ ধাপ এগিয়ে বাংলাদেশ বিশ্বের ৭৫তম

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত