বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১০ পৌষ ১৪৩১ || ২০ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের ‘স্পা’তে আটজনকে হত্যা, সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১০:৫২, ১৮ মার্চ ২০২১

৮১৭

যুক্তরাষ্ট্রের ‘স্পা’তে আটজনকে হত্যা, সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় পৃথক তিনটি ‘ম্যাসাজ পার্লার’ এ গুলি করে ছয় এশিয়ান নারীসহ আটজনকে হত্যার ঘটনায় মামলা করেছে পুলিশ। 

কর্র্তপক্ষ জানিয়েছে, ছয় এশিয়ান নারীকে কী বর্ণবাদে উৎসাহী হয়ে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। 

বুধবার (১৭ মার্চ) নিহতদের মধ্যে চারজনের নাম প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন- অ্যাশলে ইয়ান (৩৩) পল আন্দ্রে মাইকেল (৫৪) জিওয়াওজি তান (৪৯) ও দোয়াও ফেং (৪৪)। 

ঘটনার পরই রবার্ট অ্যারন নাম ২১ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশ। বিবিসির প্রতিবেদকের কাছে পুলিশ জানায়, ঘটনায় আহতের একজন অ্যারনকে চিহ্নিত করলে তার বিরুদ্ধে হত্যার ঘটনায় চারটি ও নির্যাতনের জন্য একটি মামলা দায়ের করা হয়েছে। 

সেদিন কী ঘটেছিল

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল ৫ টায় প্রথম গুলি চলে অ্যাকওর্থের চেরোকি কাউন্টিতে ইয়াং এশিয়ান ম্যাসাজ পার্লারে। 

সেখানের শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, ঘটনাস্থলে দুজন নিহত হয় এবং তিনজনকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন এশিয়ান নারী ছিল।

তার এক ঘন্টা পরেই অ্যাটলান্টার উত্তর-পূর্বাঞ্চলের গোল্ড স্পা তে গুলি ‘ডাকাতি’ হওয়ার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তিনজন নারীর মরদেহ পাওয়া যায় বলে পুলিশ জানায়। 

তারপরই পুলিশ ‘অ্যারোমেথেরাপি স্পা’ তে যাওয়ার ডাক পায়। সেখানে গিয়ে একজন নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশের বিবৃতিতে চারজনই এশিয়ান ছিল বলে নিশ্চিত করা হয়।  

একটি স্পার নিকটবর্তী সিসিটিভি দেখে রবার্ট অ্যারনকে আটক করা হয়। পুলিশ জানায়, উডস্টকের বাসিন্দা রবার্ট অ্যারনকে তারা দক্ষিণ অ্যাটলানটার ২৪০ কি.মি দূরে ক্রিস্প কাউন্টি থেকে আটক করেছে। 
  


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত