পার্লামেন্টে হামলার ঘটনায় নিহত ৪, আটক ৫২
পার্লামেন্টে হামলার ঘটনায় নিহত ৪, আটক ৫২
যুক্তরাষ্ট্রের আইন সভা ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন মোট চারজন। এছাড়া গ্রেফতার করা হয়েছে ৫২ জনকে। যার মধ্যে ৪৭ জনকে আটক করা হয়েছে কারফিউ ভঙ্গের অভিযোগে। ৩ নভেম্বরের নির্বাচনকে ঘিরে কয়েকমাস ধরে যে বিভেদ সষ্টিকারী উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল ক্যাপিটলে হামলা তার চূড়ান্ত পরিণতি বলে মন্তব্য করেছে রয়টার্স।
এই তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসি। বিবিসিতে এই তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন**২০৬ বছর পর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে নজিরবিহীন হামলা
**ক্যাপিটল ভবনে হামলা ট্রাম্পের `মাস্তানি` ক্ষমা চাইতে বললেন বাইডেন
**গণতন্ত্রকে ধ্বংস করলেন ট্রাম্প, তীব্র নিন্দায় বিশ্বনেতারা
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে বুধবার (৬ জানুয়ারি) ভবনটিতে কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল। এসময় হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা। নির্বাচনে ট্রাম্পের পরাজিত হওয়ার ফল পাল্টে দেওয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয়।
শুরুতে জানানো হয় হামলার ঘটনায় গুলিতে নিহত হয়েছেন এক নারী। পরবর্তীতে আরও তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়। ‘মেডিকেল ইমারজেন্সিতে’ তাদের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
ক্যাপিটল ভবনে হামলা-সংঘর্ষের ঘটনায় অভূতপূর্ব বিশৃঙ্খল পরিস্থিতির মুখে একপর্যায়ে কংগ্রেসের যৌথ অধিবেশন স্থগিত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরে ফের অধিবেশন শুরু হয়।
পূর্বঘটনা-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ের নির্ধারক ইলেকটোরাল ভোটের হিসাবে ট্রাম্পের ২৩২টির বিপরীতে বাইডেনের পক্ষে আসে ৩০৬টি। এরপর দেশের বিভিন্ন স্টেটে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আদালতে গিয়ে বিফল হয় ট্রাম্প শিবির।
৩ নভেম্বরের ভোটে ব্যাপক কারচুপি করা হয়েছে বলে কোনো প্রমাণ ছাড়াই বারবার দাবি করে আসছিলেন ট্রাম্প এবং তার পরাজয় উল্টে দিতে তাকে সাহায্য করার জন্য সমর্থকদের আহ্বান জানাচ্ছিলেন। আর ভোটের আগেই ট্রাম্পের বিভিন্ন ধরনের গা-জোয়ারি বক্তব্য ও মন্তব্যে শঙ্কা ছিলো যে, ট্রাম্প আদৌ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কী না। সেই শঙ্কা সত্যি হলো।
ক্যাপিটলে হামলার আগে হোয়াইট হাউসের কাছে কয়েক হাজার সমর্থকের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ভোট প্রক্রিয়া নিয়ে তাদের ক্ষোভ জানাতে সমর্থকদের ক্যাপিটলের দিকে মিছিল নিয়ে যেতে বলেন। কর্মকর্তাদের নির্বাচনের ফল প্রত্যাখ্যান করতে চাপ দেওয়ার জন্য তাদের বলেন তিনি, সমর্থকদের ‘লড়াই করার’ আহ্বান জানান।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!