রোববার   ২৭ এপ্রিল ২০২৫ || ১৩ বৈশাখ ১৪৩২ || ২৬ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১

ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩:০০, ২৬ এপ্রিল ২০২৫

২২১

ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১

ইরানের শহীদ রাজাই বন্দরে বিশাল বিস্ফোরণের ঘটনায় সবশেষ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে এখন পর্যন্ত কমপক্ষে ৫৬১ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) এই বিস্ফোরণের ফলে আশেপাশের এলাকায় ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং পশ্চিম বন্দর আব্বাসের কিছু শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটেছে। অনলাইনে প্রচারিত ভিডিওতে ঘটনাস্থলে ধোঁয়ার ঘন কুণ্ডলী দেখা যাচ্ছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সংহতি প্রকাশ করেছেন। এক্স-পোস্টে তিনি বিস্ফোরণের পরিস্থিতি এবং কারণগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য নির্দেশ জারি করেছেন।

তিনি বলেন, ঘটনার সকল দিক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা এবং ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

হরমোজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান বলেছেন, প্রতিক্রিয়া দলগুলোকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো নির্ধারণ করা হয়নি, তবে তদন্ত চলছে।

প্রশাসনের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, আগুন সম্পূর্ণরূপে নেভানো না হওয়া পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে না। তবে বন্দরে সংরক্ষিত রাসায়নিক পদার্থ সম্বলিত পাত্রগুলো বিস্ফোরণের সম্ভাব্য উৎস।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত