শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ || ১১ বৈশাখ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ইরান

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:০৮, ২৪ এপ্রিল ২০২৫

৪৮

পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ইরান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টা সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। ভারত-পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে, ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপদ রাখতে কয়েক ব্রিগেড সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে। খবর দ্য ইরান অবজারভারের।

এর আগে, সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্তের সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইরান ও পাকিস্তান একমত হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ইসলামাবাদ সফর করেন এবং দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। উভয়পক্ষ সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং পারস্পরিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক ও ১ জন নেপালি নাগরিক নিহত হন। ভারত অভিযোগ করছে পাকিস্তান কাশ্মিরের সন্ত্রাসীকে গোষ্ঠীকে মদদ দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখান করেছে।

পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায়, সিন্ধু নদের জলচুক্তি স্থগিত করেছে, সীমান্ত বন্ধ করে দিয়েছে, পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত যেতে নির্দেশ দিয়েছে, পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাই কমিশনে কূটনীতিকের সংখ্যা কমিয়ে দিয়েছে। অন্যদিকে পাকিস্তান ভারতীয় কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করেছে, ভারতীয় ভিসা বাতিল করেছে এবং ভারতীয় বিমান চলাচল ও সীমান্ত বন্ধ করেছে। পাকিস্তান জানিয়েছে, তাদের পানি সরবরাহে কোনো হস্তক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত