রোববার   ১৩ এপ্রিল ২০২৫ || ২৯ চৈত্র ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মার্কিন পণ্যের ওপর পাল্টা ৮৪% শুল্ক আরোপের ঘোষণা চীনের

ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩:৪৬, ৯ এপ্রিল ২০২৫

৬৮

মার্কিন পণ্যের ওপর পাল্টা ৮৪% শুল্ক আরোপের ঘোষণা চীনের

মার্কিন পণ্যের ওপর বুধবার (৯ এপ্রিল) নতুন করে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। লাইভ প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, মার্কিন আমদানি পণ্যের ওপর নির্ধারিত শুল্ক আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আরও ৫০ শতাংশ বাড়িয়ে ৮৪% করবে বেইজিং।

সিএনএন জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই চীনা পণ্যের ওপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, এটি তার সমান। এটি বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করে তুলেছে।

শুল্ক আরোপের পাশাপাশি চীনের বাণিজ্য মন্ত্রণালয় ১২টি আমেরিকান কোম্পানির ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং আরও ছয়টি মার্কিন কোম্পানিকে 'অনির্ভরযোগ্য সত্তা'র তালিকায় যুক্ত করেছে। এই তালিকার কোম্পানিগুলোকে চীনে ব্যবসা বা বিনিয়োগ থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ট্রাম্পের শুল্ক আরোপ 'একের পর এক ভুল'
চীনের স্টেট কাউন্সিল ট্যারিফ কমিশন এক বিবৃতিতে বলেছে, চীনের ওপর মার্কিন শুল্ক বৃদ্ধি একের পর এক ভুল। এটি চীনের বৈধ অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে লঙ্ঘন করে এবং নিয়ম-ভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার মারাত্মক ক্ষতি করছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীন যুক্তরাষ্ট্রের সর্বশেষ শুল্ক আরোপের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় আরেকটি অভিযোগ দায়ের করেছে।

প্রতিক্রিয়ায় কী বলছে যুক্তরাষ্ট্র

চীনের প্রতিশোধমূলক শুল্ক ঘোষণার পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চীনকে 'আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার সবচেয়ে খারাপ অপরাধী' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক যে, চীন একটি শুল্ক চুক্তিতে আসতে এবং আলোচনা করতে চায় না।

তিনি বলেন, আমি আপনাকে বলতে পারি যে, এই বৃদ্ধি (চীনের) জন্য ক্ষতিকর। যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি আমাদের চীনে রপ্তানির চেয়ে পাঁচগুণ বেশি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত