সোমবার   ২০ জানুয়ারি ২০২৫ || ৬ মাঘ ১৪৩১ || ১৮ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১০০ দিনের মধ্যে চীন সফর করতে চান ট্রাম্প: রিপোর্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:২১, ১৯ জানুয়ারি ২০২৫

৭৭

১০০ দিনের মধ্যে চীন সফর করতে চান ট্রাম্প: রিপোর্ট

শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শপথ নেওয়ার পর প্রথম ১০০ দিনের মধ্যে চীন সফর করতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৯ জানুয়ারি) সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

তাইওয়ান নিয়ে অচলাবস্থা এবং চীনা আমদানির ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির কারণে দুই দেশের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীনা নেতার সঙ্গে সম্পর্ক আরও গভীর করাই এই সফরের লক্ষ্য।

তবে বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিরা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ট্রাম্প যাওয়ার ব্যাপারে কিছুটা আগ্রহ প্রকাশ করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে গত শুক্রবার ট্রাম্প ও শি টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা বাণিজ্য, তাইওয়ান ও চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সম্প্রতি টিকটক নিষিদ্ধের আইন কার্যকর করেছে বাইডেন প্রশাসন। তবে ফোনালাপের সময় ট্রাম্প চীন সফরের বিষয়টি উত্থাপন করেছেন কি না, তা স্পষ্ট নয়।

সূত্রের খবর, চিনের পাশাপাশি ট্রাম্প ভারতে সফরের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন। তবে ক্যালিফোর্নিয়ায় সীমান্ত সংকট ও দাবানলসহ অভ্যন্তরীণ ইস্যুতে তার তাৎক্ষণিক মনোযোগ আকর্ষণ করা হবে বলে জানা গেছে।

প্রথম মেয়াদে ট্রাম্প দায়িত্ব গ্রহণের নয় মাসের বেশি সময় পর ২০১৭ সালের শেষের দিকে বেইজিং সফর করেন। ট্রাম্প প্রশাসনের চার বছর ধরে চীনের সাথে উত্তেজনাপূর্ণ অচলাবস্থা চলেছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট চীনা পণ্যের উপর শত শত কোটি ডলারের শুল্ক আরোপ করেছেন। তার প্রশাসন জাতীয় সুরক্ষা ঝুঁকির কথা উল্লেখ করে হুয়াওয়ে এবং জেডটিইর মতো চীনা প্রযুক্তি জায়ান্টদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শৌওয়েন সতর্ক করে দিয়ে বলেছেন, এসব নিষেধাজ্ঞা উল্টো ফল বয়ে আনতে পারে। এর ফলে মার্কিন ভোক্তাদের বাড়তি অর্থ খরচ করতে হবে। চীন এ ধরনের 'বাহ্যিক ধাক্কা'র প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত