অবশেষে চুক্তিতে সই করলো রাশিয়া-ইরান
অবশেষে চুক্তিতে সই করলো রাশিয়া-ইরান
রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মাসুদ পেজেশকিয়ান একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছেন। ক্রেমলিনে আলোচনার পর চুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে তাসের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই চুক্তি মস্কো ও তেহরানের মধ্যকার সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এটি কৌশলগত অংশীদার হিসেবে দুই দেশের মর্যাদা নিশ্চিত করবে। চুক্তিটি দীর্ঘমেয়াদে সহযোগিতার আরও বিকাশের জন্য একটি আইনি কাঠামোও সৃষ্টি করেছে।
রাশিয়া ও ইরানের কর্মকর্তাদের মতে, প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, জ্বালানি, অর্থ, পরিবহন, শিল্প, কৃষি, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রকৌশলসহ সব ক্ষেত্রেই এই চুক্তি প্রযোজ্য।
চুক্তির আগে মস্কোয় মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আপনার আজকের সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ আমরা কেবল আমাদের সহযোগিতার সমস্ত ক্ষেত্র নিয়ে আলোচনা করার সুযোগ পাব না, আমরা রাশিয়া ও ইরানের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে একটি প্রধান মৌলিক চুক্তিও সই করব। ইরানের সঙ্গে সব ক্ষেত্রে বাস্তবিক সহযোগিতা বাড়াতেই নতুন চুক্তি সই হচ্ছে।
চুক্তির খসড়া তৈরির সময় রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছিলেন, ইরানের আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চুক্তিতে 'একটি ভূমিকা এবং ৪৭টি অনুচ্ছেদ' রয়েছে।
সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তার স্বার্থে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য আমাদের পক্ষগুলোর প্রতিশ্রুতির রূপরেখা প্রকাশ করবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প