তোশাখানা মামলায় জামিন পেলেন ইমরান খান
তোশাখানা মামলায় জামিন পেলেন ইমরান খান
তোশাখানা মামলায় পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেবের সভাপতিত্বে বুধবার (২০ নভেম্বর) জামিন আবেদনের শুনানি হয়।
বিচারক পিটিআই প্রতিষ্ঠাতাকে জামিনের পরে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে সতর্ক করে দিয়েছিলেন যে, বিচার চলাকালীন ইমরান আদালতকে সহযোগিতা না করলে জামিন বাতিল করা হতে পারে।
তবে আজকের জামিন ইমরানের কারাগার থেকে মুক্তি নিশ্চিত করছে না। কারণ তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, যেগুলোতে তাকে এখনো জামিন দেওয়া হয়নি।
বুশরা বিবি গত মাসে একই মামলায় জামিন পেয়েছিলেন। তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ইমরান গত বছরের ৫ আগস্ট পৃথক আরও মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন।
তোশাখানা মূলত একটি ফার্সি শব্দ যার মানে ধন-ুসম্পদ রাখার ঘর। পাকিস্তানে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত তোশাখানা মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে একটি বিভাগ। অন্যান্য সরকার ও রাজ্যের প্রধান এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা দেশটির শাসক, সংসদ সদস্য, আমলা এবং কর্মকর্তাদের দেওয়া মূল্যবান উপহারসামগ্রির সংরক্ষণশালা হিসেবে ব্যবহার করা হয় এই তোশাখানা।
তোশাখানায় বুলেটপ্রুফ গাড়ি, সোনার ধাতুপট্টাবৃত স্যুভেনির এবং দামী পেইন্টিং থেকে শুরু করে ঘড়ি, অলঙ্কার, পাটি এবং তলোয়ারের মতো মূল্যবান জিনিস সংরক্ষিত রয়েছে।
সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ হওয়া ৭০ বছর বয়সী ইমরান খানের ওপর ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় দখলে থাকা উপহারসামগ্রি হেরফের করার অভিযোগ আনা হয়েছিল।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!