মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ || ৩০ পৌষ ১৪৩১ || ১১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তানে পৃথক হামলায় ৮ সেনা নিহত, ৭ পুলিশ অপহৃত

ইন্টারন্যাশনাল ডেস্ক

২২:১৬, ১৯ নভেম্বর ২০২৪

১২৫

পাকিস্তানে পৃথক হামলায় ৮ সেনা নিহত, ৭ পুলিশ অপহৃত

পাকিস্তানের বিভিন্ন স্থানে চালানো পৃথক হামলায় ৮ সেনা নিহত এবং ৭ পুলিশ সদস্য অপহৃত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশটির পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের তিরাহ এলাকায় সোমবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় সংঘাতে ৮ সেনা এবং ৯ সন্ত্রাসী নিহত হয়েছে।  

পাকিস্তানের তালেবান (টিটিপি) হামলাগুলোর দায় স্বীকার করেছে। একই প্রদেশে পৃথক একটি হামলায় চেকপোস্ট থেকে ৭ পুলিশ সদস্যকে অপহরণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা পুলিশ সদস্যদের অস্ত্রও ছিনিয়ে নিয়ে গেছে।  

মোহাম্মদ জিয়া উদ্দিন নামে আরেক পুলিশ কর্মকর্তাও এই অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি আফগান সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের হামলার সংখ্যা বেড়েছে।  

এর আগে গত ২৫ অক্টোবর পাকিস্তান তালেবানের হাতে ১০ পুলিশ সদস্য নিহত হয়। এছাড়া দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় গত শনিবার ৭ সেনা প্রাণ হারান।  

এক সপ্তাহ আগে বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানীতে একটি ট্রেন স্টেশনে একই গোষ্ঠীর বোমা হামলায় ১৪ সেনাসহ ২৬ জন নিহত হয়েছিল।  

বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তবর্তী এলাকায় তালেবান ও বিচ্ছিন্নতাবাদীদের সহিংস তৎপরতা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত