বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিলেন চালক, নিহত ৩৫

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:১৩, ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:১৭, ১২ নভেম্বর ২০২৪

১৯৮

চীনে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিলেন চালক, নিহত ৩৫

চীনে পথচারীদের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়েছেন ৬২ বছর বয়সী এক ব্যক্তি। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে দেশটির দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় অন্তত ৩৫ জন নিহত ও আরও ৪৩ জন হয়েছে। 

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, “ঝুহাই স্পোর্টস সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে।”
পুলিশ বলছে, ফ্যান নামের এক ব্যক্তি তার ছোট এসইউভি পথচারীদের ওপর চালিয়ে দিয়েছেন। ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন বেসামরিক লোকজন।

হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গাড়ির চালক ফ্যানকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার সময় গুরুতর আহত তিনি। বর্তমানে তিনি কোমায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর সাথে সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৃষ্ট অসন্তোষ থেকে লোকজনের ওপর ফ্যান গাড়ি চালিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত