শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রুশ মন্ত্রণালয়ের রিপোর্ট

কুরস্কে একদিনেই ইউক্রেনের ৩০০ সেনা নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:২১, ৯ নভেম্বর ২০২৪

১৩৭

রুশ মন্ত্রণালয়ের রিপোর্ট

কুরস্কে একদিনেই ইউক্রেনের ৩০০ সেনা নিহত

ইউক্রেনের সশস্ত্র বাহিনী সীমান্তবর্তী কুরস্ক এলাকায় একদিনে ৩০০ জনেরও বেশি সেনা হারিয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০০ জনেরও বেশি কর্মী, দুটি পদাতিক যুদ্ধ যান, একটি সাঁজোয়া যুদ্ধ যান, ছয়টি মর্টার, দুটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং চারটি মোটর যানবাহন।

রিপোর্ট বলছে, কুরস্ক অঞ্চলে আগ্রাসনের পর থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী সরাসরি লড়াইয়ের সময় ৩০ হাজার ৮০০ সেনা হারিয়েছে। সেই সঙ্গে হারিয়েছে ১৮৯টি ট্যাংক, ১২৩টি পদাতিক যুদ্ধ যান, ১০৭টি সাঁজোয়া কর্মী বাহক, এক হাজার ৯৫টি সাঁজোয়া যুদ্ধযান, ৮৩৩টি মোটরযান এবং ২৬২টি আর্টিলারি।

এদিকে, নির্বাচনী প্রচারণার সময় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেছিলেন, তিনি জিতলে আনুষ্ঠানিক অভিষেকের আগেই ইউক্রেনে সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হবেন। তিনি বলেছিলেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সেই ধারা রেখে তিনি নির্বাচনের পরদিনই ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও তার দল বর্তমান যুদ্ধক্ষেত্রে ১৩০০ কিলোমিটার দীর্ঘ অসামরিকীকৃত অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে ইউক্রেন সংঘাত নিরসনের পরিকল্পনা তৈরি করেছেন। তবে ওই অঞ্চলে শান্তিরক্ষী পাঠাবে না যুক্তরাষ্ট্র।

প্রস্তাব অনুযায়ী, ইউক্রেন অন্তত ২০ বছরের জন্য ন্যাটোর সদস্যপদ নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য থাকবে। বিনিময়ে ওয়াশিংটন সম্ভাব্য সংঘাতের পুনরুত্থান রোধে কিয়েভকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত