যুক্তরাষ্ট্র উদ্যোগ নিলে আলোচনায় প্রস্তুত রাশিয়া
যুক্তরাষ্ট্র উদ্যোগ নিলে আলোচনায় প্রস্তুত রাশিয়া
ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলামেলা আলোচনায় প্রস্তুত রাশিয়া। কাজাখস্তান সফরের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রাশিয়া কখনো কারও সঙ্গে যোগাযোগ প্রত্যাখ্যান করেনি বলেও জানান তিনি। ল্যাভরভ বলেন, যখনই বিষয়টি (আলোচনার কথা) উত্থাপিত হয়, রাষ্ট্রপতি পুতিন তখনই আমাদের অবস্থানের উপর জোর দেন।
নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পরিকল্পনা আছে কি না- জানতে চাইলে ল্যাভরভ বলেন, একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়ার চেয়ে কথা বলা সবসময়ই ভালো।
তিনি বলেন, আমরা দেখব কোনো প্রস্তাব আছে কি না এবং আমি আবারো বলছি যে, আমরা সম্পর্ক ছিন্ন করিনি। তবে সেগুলো (আলোচনা) পুনরুজ্জীবিত করার পরামর্শ দেওয়াও আমাদের কাজ নয়। কোনো একতরফা দাবি ছাড়া আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং কীভাবে এগিয়ে যাওয়া উচিত, তা নিয়ে যদি বসার উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমরা তার জন্য প্রস্তুত থাকব।
ল্যাভরভ রাশিয়া-মার্কিন সম্পর্কের সমস্যাগুলোকে 'অত্যন্ত গভীর' বলেও উল্লেখ করেন, তিনি বলেন, আমেরিকান অভিজাতদের এই ধারণা, আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো প্রতিদ্বন্দ্বীকে দমন করা উচিত, যদি না কেউ মার্কিন বিশ্বব্যাপী আধিপত্য নিয়ে প্রশ্ন তোলে। অবশ্যই এই অবস্থানটি ক্রমবর্ধমান অপ্রাসঙ্গিক হয়ে উঠছে, তবে আমেরিকানরা এই মতাদর্শ মেনে চলে।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!