বাইডেনের ভুল থেকে ট্রাম্পকে শিক্ষা নিতে বলল হামাস
বাইডেনের ভুল থেকে ট্রাম্পকে শিক্ষা নিতে বলল হামাস
২৭০ ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২৭৯টি ইলেকটোরাল ভোট, আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। আর এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এ অবস্থায় ট্রাম্পের বিজয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুলগুলো থেকে ট্রাম্পকে শিক্ষা নেওয়ার আহ্বান জানায়।
বুধবার (৬ নভেম্বর) এই খবর দিয়েছে আল জাজিরা। সংবাদমাধ্যমটি জানায়, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের বিষয়ে হামাসের সদস্যরা এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেন, “ট্রাম্প অতীতে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি কয়েক ঘণ্টার মধ্যেই গাজা যুদ্ধ বন্ধ করতে পারবেন। এখন সেই দাবি পরীক্ষা করার সময়।”
তিনি আরও বলেন, “আমরা ট্রাম্পকে বাইডেনের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
অন্যদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, “জায়নবাদী রাষ্ট্রের প্রতি যুক্তরাষ্ট্রের এই অন্ধ সমর্থনের অবসান হওয়া উচিত। কারণ, এ ধরনের সমর্থন আমাদের জনগণের ভবিষ্যৎ এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিনিময়ে আসে।”
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান। তিনি বলেন, “আমরা শান্তি আনতে কাজ করব, যাতে প্রতি ৫ বা ১০ বছর পর পর এসব সংকটের পুনরাবৃত্তি না ঘটে।”
এছাড়া গত অক্টোবরের শেষের দিকে পেনসিলভেনিয়ার একটি নির্বাচনী সভায় ট্রাম্প প্রতিশ্রুতি দেন, রিপাবলিকানরা জয়ী হলে যুক্তরাষ্ট্র আর বিদেশে যুদ্ধ করবে না এবং কোনো মার্কিন সেনাকেও আর বিদেশে যুদ্ধের জন্য পাঠানো হবে না। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র যতগুলো আন্তর্জাতিক সংকটে জড়িয়েছে, তার প্রতিটিই তিনি সমাধান করবেন এবং বিশেষ অগ্রাধিকার পাবেন ইউক্রেন ও গাজা সংকট।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!