বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ || ৩০ আশ্বিন ১৪৩১ || ১০ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:৩৬, ১৩ অক্টোবর ২০২৪

৭৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের দুই এলাকায় হামলা চালানো হয়েছে, যার ফলে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। খবর টাইমস অফ ইসরায়েলের।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৈরুতের উত্তরাঞ্চলে মিসরাহ গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এছাড়া, বাতরুন শহরের কাছে দেইর বেলা এলাকায় হামলায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

এদিকে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় বারজা শহরে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ শহরেও হামলার খবর পাওয়া গেছে, যেখানে ৮ জন আহত হয়েছেন।

গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই হামলার পর গাজার পরিস্থিতি আরও কঠোর হয়ে উঠেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ ঘটনায় আরও ৯০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানাচ্ছে, শুক্রবার রাতের হামলায় জাবালিয়ায় ৪টি বসতবাড়ি ধ্বংস হয়েছে, যার ফলে ২২ জন নিহত হন এবং ১৪ জন এখনো নিখোঁজ রয়েছেন, যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

অপরদিকে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু হাজার হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।

গত এক সপ্তাহে ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪২,১৭৫ জন নিহত এবং ৯৮,৩৩৬ জন আহত হয়েছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত