বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ || ১৫ কার্তিক ১৪৩১ || ২৪ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রতন টাটার সম্ভাব্য উত্তরসূরি কে এই মায়া টাটা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯:১২, ১০ অক্টোবর ২০২৪

১২৪

রতন টাটার সম্ভাব্য উত্তরসূরি কে এই মায়া টাটা

ভারতের অন্যতম শীর্ষ ধনী রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে বর্ণাঢ্য জীবনের ইতি ঘটে ৮৬ বছর বয়সী এই শিল্পপতির।

তার মৃত্যুর পরই সবার মনে এখন প্রশ্ন কে হচ্ছেন নিঃসন্তান রতন টাটার উত্তরসূরি। সেখানে শোনা যাচ্ছে তার বেশ কয়েকজন ভাইঝি-ভাইপো লিয়া টাটা, মায়া টাটা এবং নেভিল টাটার নাম। তবে তাদের মধ্যে বেশ এগিয়ে রয়েছেন মায়া টাটা। এমনটা জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

কে এই মায়া টাটা
রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার মেয়ে ৩৪ বছর বয়সী মায়া। তার ভাই-বোন লিয়া এবং নেভিলের পাশাপাশি টাটা গ্রুপের একটি গুরুত্বপূর্ণ সংস্থা টাটা মেডিকেল সেন্টার ট্রাস্টের বোর্ডে কাজ করেন মায়া। 

মায়ার মায়ের বংশও বেশ ধনী ও প্রভাবশালী। মায়ার মা আলু মিস্ত্রি। তিনি টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির বোন ও প্রয়াত পালোনজি মিস্ত্রির মেয়ে। 

ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট মায়া। তবে টাটা গ্রুপে তার কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন তিনি। যুক্তরাজ্যের বেইস বিজনেস স্কুল এবং ইউনিভার্সিটি অব ওয়ারউইক থেকে পড়াশোনা করেছেন মায়া।

টাটায় মায়ার পথ চলা 
টাটা ক্যাপিটালের অধীনে একটি নেতৃস্থানীয় প্রাইভেট ইক্যুইটি ফান্ড, টাটা অপরচুনিটিজ ফান্ড দিয়ে মায়া তার পেশাগত যাত্রা শুরু করেছিলেন। পরে তিনি টাটা ডিজিটালে চলে আসেন। যেখানে টাটা নিউ অ্যাপ চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মায়া।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, টাটা অপরচুনিটিজ ফান্ডে থাকাকালীন মায়া ব্যবস্থাপনায় ও বিনিয়োগকারীদের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানে, তিনি ২০১১ সালে রতন টাটার উদ্বোধন করা কলকাতায় একটি ক্যান্সার হাসপাতাল পরিচালনাকারী টাটা মেডিক্যাল সেন্টার ট্রাস্টের অপারেশন তত্ত্বাবধানকারী ছয় বোর্ড সদস্যের একজন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত