শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১ || ২৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুহুর্মুহু হামলার মধ্যেই লেবাননে ইরানি মন্ত্রী 

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৩২, ৪ অক্টোবর ২০২৪

২৪৮

মুহুর্মুহু হামলার মধ্যেই লেবাননে ইরানি মন্ত্রী 

লেবাননে একের পর এক অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

লেবানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, বৈরুতে বিমানবন্দরের বাইরে ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘণ্টা পরেই লেবাননে পৌঁছান আব্বাস। 

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, ইরানি একটি বিমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে নিয়ে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

গত শুক্রবার রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর প্রথমবারের মতো ইরানি কোনো নেতা লেবাননে আসলেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং স্পিকার নাবিহ বেরির সঙ্গে দেখা করবেন আব্বাস। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত