শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ || ৬ আশ্বিন ১৪৩১ || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতীশি

ইন্টারন্যাশনাল ডেস্ক

২০:১৮, ২১ সেপ্টেম্বর ২০২৪

৪০

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতীশি

ভারতের রাজধানী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির (আপ) নেত্রী অতীশি মারলেনা। শনিবার দিল্লির রাজভবনে তিনি শপথ নিয়েছেন। অতীশি ছাড়াও আপের পাঁচ বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

শপথ গ্রহণের পর অতিশী হলেন দিল্লির সর্বকনিষ্ঠ নারী মুখ্যমন্ত্রী। দিল্লির কুর্সিতে তিনি তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। তার আগে বিজেপির সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শীলা দীক্ষিত দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

গত মঙ্গলবার দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তার আগেই নিজের উত্তরসূরি বেছে নেন তিনি। অতিশীকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে যান কেজরিওয়াল। উপরাজ্যপালের কাছে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন অতিশী।

শনিবার শপথ নেওয়া অতীশির মন্ত্রিসভার সদস্যরা হলেন- মুকেশ আহলাওয়াত গোপাল রাই, ইমরান হুসেন, কৈলাশ গাহলট এবং সৌরভ ভরদ্বাজ। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত