বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ১ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বোমাতঙ্কে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক

২২:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২৪

৩৮৩

বোমাতঙ্কে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

বোমা থাকার খবর ছড়িয়ে পড়ার পর ভারতের ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমান তুরস্কে জরুরি অবতরণ করেছে। ওই সময় বিমানটিতে ২৪৭ জন যাত্রী ছিলেন।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা টিআরটি জানিয়েছে, ভিস্তারার বিমানটি এরজুরুমের বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মাঝ আকাশে থাকার সময় অজ্ঞাত একজন ফোন করে জানান এতে বোমা আছে।

জরুরি অবতরণের পর উড়োজাহাজটি পুরোপুরি খালি করে ফেলে বোমার খোঁজ করা হয়। এটি ভারতের মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফ্রুটে যাচ্ছিল।

ভিস্তারা এয়ারলাইন্স মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ঘটনা সম্পর্কে বলেছে, “শুক্রবার মুম্বাই থেকে ফ্রাঙ্কফ্রুটগামী ফ্লাইট ইউকে২৭ নিরাপত্তাজনিত কারণে নিরাপদভাবে তুরস্কের এরজুরুম বিমানবন্দরে অবতরণ করে।”

এরজুরুমের গভর্নর মুস্তাফা সিফতসি তার্কিস বার্তাসংস্থা আনাদোলো নিউজকে বলেছেন, এরুজুমের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানে বোমা থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে বোমা নিস্ক্রিয় ইউনিট।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত