বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ১ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কার বতসোয়ানায়

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:২৪, ২২ আগস্ট ২০২৪

৩৪৬

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কার বতসোয়ানায়

আফ্রিকার অন্যতম ধনী দেশ বতসোয়ানায় একটি হীরা আবিষ্কার করা হয়েছে, যার ওজন দুই হাজার ৪৯২ ক্যারেট। এটি এখন পর্যন্ত পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরা। কানাডীয় প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে হীরাটি পাওয়া গেছে।

বিবিসি জানিয়েছে, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া তিন হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরার পর সবচেয়ে বড় আবিষ্কার এটি। কুলিনান হীরা কেটে ৯টি পৃথক পাথরে রূপান্তরিত করা হয়েছিল, যার অনেকটিই ব্রিটিশ ক্রাউন জুয়েলসে রয়েছে।

বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে কারোই খনিতে হীরাটি পাওয়া গেছে। দেশটির সরকার জানিয়েছে, এটি তাদের আবিষ্কৃত সবচেয়ে বড় হীরা। এর আগে তাদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল এক হাজার ৭৫৮ ক্যারেটের একটি পাথর, যা ২০১৯ সালে একই খনিতে পাওয়া যায়।

বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর একটি। বিশ্বের হীরা উৎপাদনের প্রায় ২০ শতাংশ এই দেশে হয়ে থাকে। এদিকে লুকারা পাথরটির রত্নমান বা তার মূল্যের বিস্তারিত জানায়নি। লুকারার প্রধান উইলিয়াম ল্যাম্ব বলেছেন, লুকারার মেগা ডায়মন্ড রিকভারি এক্স রে প্রযুক্তি ব্যবহার করে শনাক্ত হয়েছে হীরাটি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত