বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ১ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিজেকে কমলার চেয়ে সুন্দর দাবি করলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:৫২, ১৮ আগস্ট ২০২৪

১৫১

নিজেকে কমলার চেয়ে সুন্দর দাবি করলেন ট্রাম্প

ডেমোক্র্যাটিক দলের মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে নিজেকে বেশি সুন্দর বলে দাবি করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ আগস্ট) পেনসিলভানিয়াতে একটি নির্বাচনী প্রচারাভিযানে এই মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।

ট্রাম্প বলেন, 'আমি তার (কমলার) চেয়ে দেখতে অনেক সুন্দর। আমি মনে করি, আমি কমলার চেয়ে সুন্দর চেহারার মানুষ।'

সম্প্রতি, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি কলামে হ্যারিসকে সুন্দরী হিসেবে বর্ণনা করা হয়েছিল। কলামিস্ট পেগি নুনান লিখেছিলেন, 'আপনি তার একটিও খারাপ ছবি তুলতে পারবেন না। তার সৌন্দর্য ও সামাজিক সম্পর্ক বছরের পর বছর ধরে আলোচিত হচ্ছে।'

এই মন্তব্যের পরেই ট্রাম্প নিজেকে কমলার চেয়ে সুন্দর বলে দাবি করেন। এর আগে, তিনি কমলার অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে, কমলার পরিকল্পনা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো এবং এটি যুক্তরাষ্ট্রে কমিউনিজম চালু করবে।

ট্রাম্প আরও বলেন, 'বাইডেনের চেয়ে কমলাকে নির্বাচনে হারানো সহজ হবে। কারণ তিনি একজন সমাজতান্ত্রিক পাগল। তার হাসিও পাগলের মতো। তিনি আমাদের দেশকে ধ্বংস করবেন এবং অর্থনীতিকে ভেঙে ফেলবেন।

গত কয়েক সপ্তাহ ধরে কমলাকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন ট্রাম্প। তিনি তাকে 'পাগল' বলেও আখ্যা দিয়েছেন এবং তার জাতিসত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্পের মতে, কমলা তাকে রাগিয়ে দেওয়ায় তিনি এসব ব্যক্তিগত আক্রমণ করছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত