বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ১ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কেরালায় ভয়াবহ ভূমিধস, নিহত বেড়ে ৩০৮

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:০০, ২ আগস্ট ২০২৪

২০৬

কেরালায় ভয়াবহ ভূমিধস, নিহত বেড়ে ৩০৮

ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড়ে কয়েক দফার ভূমিধসে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩০৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২ আগস্ট) কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই তথ্য জানিয়েছেন। খবর ইকোনমিক টাইমস।  

খবরে বলা হয়েছে, ভয়াবহ এই ভূমিধসে আহত হয়েছে অন্তত ২০০ জন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নিখোঁজ ছিল ২৪০ জন। জর্জ বলেছেন, এখন পর্যন্ত ১৯৫ জনের লাশ এবং ১১৩টি শরীরের অংশ উদ্ধার করা হয়েছে। 

এদিকে কেরালার এডিজিপি এম আর অজিত কুমার বলেছেন, ধ্বংসাত্মক এই ভূমিধসে আনুমানিক ৩০০ জন নিখোঁজ রয়েছে।

ভূমিধসের পর থেকেই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই দেশটির সেনাবাহিনী, কেরালার বিপর্যয় মোকাবিলা দপ্তর, রাষ্ট্রীয় জরুরি পরিষেবা ও স্থানীয় জনগণ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। 

টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজারসহ স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে ওয়েনাড়েতে। মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে হঠাৎ পার্বত্য এলাকায় ধস নামে। এরপর ঘণ্টার ব্যবধানে আরও পৃথক পৃথক স্থান থেকে ধসের খবর আসতে থাকে।

খবর পেয়েই রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে উদ্ধারকাজে নামে বিভিন্ন বাহিনী। যোগ দেয় বিমানবাহিনীর হেলিকপ্টার। কিন্তু বিপর্যয়ের ব্যাপকতা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যহত হয়। এতে আটকে পড়া অনেক আহত মানুষ মারা যান।

সরেজমিন প্রতিবেদনে বলা হচ্ছে, পশ্চিমঘাট পর্বতের জঙ্গলঘেরা অন্তত চারটি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানকার বাড়িঘর, বাগান, দোকান সব হাজারো টন পাথর ও কাদার স্তূপের নিচে চাপা পড়েছে। দেখে বোঝার উপায় নেই যে, গত সপ্তাহে গ্রামগুলোতে প্রাণচাঞ্চল্য ছিল। মনে হচ্ছে, ধ্বংস হয়ে যাওয়া কোনো জনপদ খোঁজার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

এই পরিস্থিতিতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। তিনি বলেন, ভূমিধসে চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা ও নুলপুঝা গ্রামের হতাহতের সংখ্যা বেশি। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত