বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জ্যোতিষীর দৃষ্টিতে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক

২০:৩১, ২৮ জুলাই ২০২৪

৬১০

জ্যোতিষীর দৃষ্টিতে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। জল্পনা-কল্পনা চলছে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তী প্রেসিডেন্টের ওপর ভিত্তি করে নিজেদের নীতি পরিবর্তন-পরিমার্জন করবে আঞ্চলিক শক্তিগুলো। তাই আগে থেকেই চলছে নানা ধরনের জরিপ। সেসব স্বীকৃত পন্থা ছাড়িয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরুর আগেই এক জ্যোতিষী বলে দিয়েছেন কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।

দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জ্যোতিষী অ্যামি ট্রিপ ভবিষ্যদ্বাণী করেছেন- নির্বাচনে জিতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন।

অ্যামি ট্রিপের ভবিষ্যদ্বাণী মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। অনেকে তার ওপর আস্থা রাখছেন। কারণ, এর আগে তার আরও দুটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, জো বাইডেন নির্বাচন থেকে সরে যাবেন। এমনকি কবে সে ঘোষণা আসবে তাও আগাম জানিয়েছিলেন। সেটিও সত্য হয়।

ভবিষ্যদ্বাণী ছিল, জো বাইডেনের পরিণতির পর কমলা হ্যারিস প্রার্থী হবেন। সেটিও এখন বাস্তব। বাইডেন ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদের সমর্থন পাওয়ার পর নির্বাচনী প্রচার শুরু করেছেন। এমনকি ইতোমধ্যে ফরমে স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেছেন, ‘ফরমে সই করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। প্রতিটি ভোট আদায়ে কঠোর পরিশ্রম করব। নভেম্বরে জনগণের ভোটে আমরা জয়ের মুখ দেখব।’ কমলা জোর দিয়ে বলেন, আমি প্রতিটি ভোট পেতে কঠোর পরিশ্রম করব।

ট্রাম্পের জয়ের কথা বললেও জ্যোতিষী কমলাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নারী হিসেবে উল্লেখ করেছেন। আর ট্রাম্পের ব্যাপারে বলেছেন, তিনি পেশাগত সাফল্যের অনন্য উচ্চতায় অবস্থান করছেন। আগামী নির্বাচনে অদ্ভূত কিছু ঘটতে যাচ্ছে বলেও ভবিষ্যদ্বাণী করেন। 

এদিকে কমলা হ্যারিস সম্পর্কে ট্রাম্প বলেছেন, বাইডেনের চেয়ে কমলাকে হারানো আরও বেশি সহজ হবে। তেমনি সমানতালে কমলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত