শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ || ২ কার্তিক ১৪৩১ || ১২ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে বন্যায় উত্তর প্রদেশে নিহত ১৯

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৩২, ১২ জুলাই ২০২৪

১১৭

ভারতে বন্যায় উত্তর প্রদেশে নিহত ১৯

লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতে। দেশটির উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জন ও হিমাচল প্রদেশে গত দুই সপ্তাহে ২২ জনের মৃত্যু হয়েছে। 

জানা যায়, ভারতের উত্তর প্রদেশের ১২টি জেলার ৬০০-র বেশি গ্রাম পানিমগ্ন। বন্যা বিধ্বস্ত এই ১২টি জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে, দুইজন পানিতে ডুবে এবং একজনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। 

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৬৩৩টি গ্রামের বন্যা পরিস্থিতির দিকে নজরদারিও চালাচ্ছেন। পানিমগ্ন এলাকায় আটকে পড়া বাসিন্দাদের দ্রুত উদ্ধার করার নির্দেশ দিয়েছেন তিনি। 

উত্তর প্রদেশ প্রশাসন সূত্র জানায়, রাজ্য জুড়ে বন্যাকবলিত এলাকায় ৭১২টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানেই দুর্গতদের ঠাঁই দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেও উত্তর প্রদেশে ভারি বর্ষণ অব্যাহত।

অন্যদিকে বর্ষার মৌসুম শুরু হতে না হতেই চরম ভোগান্তি শুরু হয়েছে হিমাচল প্রদেশেও। বৃষ্টিজনিত কারণে এই রাজ্যে দুই সপ্তাহে ২২ জনের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে আটজন পানিতে ডুবে, ছয়জন উপর থেকে নিচে পড়ে, চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং তিনজন সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন। দুইজন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। বন্যাকবলিত এলাকায় মোট  ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭২ কোটি রুপি। ইতোমধ্যে প্রবল বর্ষণের জেরে ধস নেমে মান্ডি ও সিমলার বহু রাস্তা বন্ধ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত