শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:৫৩, ২২ জুন ২০২৪

৯৭

পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পদত্যাগ করেছেন। শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসের হাই কমান্ড বরাবর অব্যাহতিপত্র জমা দিয়েছেন তিনি।

পরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে পশ্চিমবঙ্গ কংগ্রেসের এই শীর্ষ নেতা বলেন, ‘মল্লিকার্জুন খাড়্গে কংগ্রেসের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হওয়ার পর পশ্চিমবঙ্গে নতুন কমিটি গঠন করা হয়নি। ফলে তখন থেকেই কার্যত পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতির পদটি শূন্য ছিল।’

‘এখন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসকে নতুন কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটির সভাপতি কে হবেন— তা আপনারা যথা সময়ে জানতে পারবেন।’

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা অধীর রঞ্জন চৌধুরী জেলার বহরমপুর আসন থেকে এ পর্যন্ত ৫ বার এমপি নির্বাচিত হয়েছেন। গত মেয়াদের লোকসভায় বিরোধী নেতা ছিলেন তিনি।

এছাড়া সদ্য শেষ হওয়া নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইনডিয়ার প্রধান মুখপাত্রও ছিলেন অধীর। তবে এবারের নির্বাচনে ভারতের সাবেক ক্রিকেট তারকা ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা এবং ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিন্দাম্বরম কলকাতায় এসে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠকও করেছেন, তবে অধীর চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেননি। এই ঘটনার এক দিন পরই পদত্যাগপত্র জমা দিলেন অধীর।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত