ইইউ-ব্রিটেনও সংঘাতে জড়িয়ে পড়তে পারে
ইইউ-ব্রিটেনও সংঘাতে জড়িয়ে পড়তে পারে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ সাইপ্রাসে হামলা হলে ইইউ ও ব্রিটেনও সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ইসরাইলে হামলার হুমকি দিয়েছে, সাইপ্রাসকেও সতর্ক করে দিয়েছে হিজবুল্লাহ৷ এই প্রথম ইসরাইলের পাশাপাশি সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ৷
নাসরুল্লাহর বক্তব্য অনুযায়ী, ভূমধ্যসাগরের অন্যান্য অংশেও তার গোষ্ঠী হামলা চালাতে পারে৷ ইসরাইলের গোটা ভূখণ্ডসহ আশপাশের যে কোনো এলাকায় জলে-স্থলে-অন্তরীক্ষে সুনির্দিষ্ট হামলার হুমকি দেন তিনি৷
গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে উত্তরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেও ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়লে তার আঁচ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷
লেবাননের সঙ্গে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস ইসরাইলকে নিজস্ব বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও মহড়ার জন্য ব্যবহার করতে দেওয়ায় হিজবুল্লাহর নেতা ক্ষোভ প্রকাশ করেছেন৷ সেখান থেকে লেবাননে হামলা চালানো হলে সাইপ্রাসের সরকারও যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে নাসরুল্লাহ হুঁশিয়ারি দেন৷
এ অভিযোগ অস্বীকার করেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেস বলেন, কোনো সংকটেই কোনো পক্ষকে সমর্থন করছে না তার দেশ৷বরং যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজের দেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন তিনি৷
সাইপ্রাসের প্রেসিডেন্ট বলেন, আরব দেশগুলো ও আন্তর্জাতিক সমাজ সেই ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে৷ সাইপ্রাস প্রকাশ্যে সরাসরি ইসরাইলি সেনাবাহিনীকে কোনো সহায়তা দেয়নি৷ তবে সাইপ্রাসের বিশাল আকাশসীমার মধ্যে ইসরাইলি বিমানবাহিনী মাঝেমধ্যে মহড়া চালানোর অনুমতি পেয়েছে৷ সে দেশে ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে অতীতে সিরিয়া ও সম্প্রতি ইয়েমেনে হামলা চালানো হয়েছে৷ সাবেক ঔপনিবেশিক শক্তি হিসেবে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি সে দেশে সক্রিয় রয়েছে৷
ইরান-সমর্থিত হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সিরিয়ার বাশার আল আসাদের সরকার ইসরাইলের সঙ্গে আরও বড় সংঘাতে জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বাড়তে পারে৷ জাতিসংঘ ও মার্কিন প্রশাসন উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷
অন্যদিকে বুধবার মার্কিন বিমানবাহিনী ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়েছে৷ সেখান থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালানো হচ্ছিল বলে আমেরিকা দাবি করেছে৷
বুধবার ইসরাইলি বিমানবাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে৷ হিজবুল্লাহও ইসরাইলের উত্তরে ড্রোন হামলা চালিয়েছে৷ একদিন আগে সেই গোষ্ঠী ইসরাইলের উত্তরে নিজস্ব ড্রোন থেকে তোলা ভিডিও প্রকাশ করে হাইফা শহর ও বন্দরে সামরিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল৷ সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি৷
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!