ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত আরও ৪ ইউরোপীয় দেশ
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত আরও ৪ ইউরোপীয় দেশ
স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার নেতারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছেন। শুক্রবার একটি যৌথ বিবৃতিতে ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ কথা বলেন। খবর রয়টার্স ও আনাদুলু।
বিবৃতিতে বলা হয়েছে, দেশগুলোর নেতারা একমত হয়েছেন যে ‘এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হল দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। এর মাধ্যমে ইসরায়েল এবং ফিলিস্তিনি রাষ্ট্র পাশাপাশি শান্তি ও নিরাপদে অবস্থান করবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, চার নেতা স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। তবে এই পদক্ষেপ তখনই নেওয়া হবে যখন তা ইতিবাচক অবদান রাখতে পারে ও পরিস্থিতি সঠিক হয়।
পেদ্রো সানচেজ বৈঠকের পরে আরও বিশদ প্রস্তাব দিয়েছেন। যৌথ বিবৃতিতে স্বীকৃতির সময় সম্পর্কে অস্পষ্ট বলা ছিল। তিনি বলেন, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বীকৃতি কবে দেওয়া হবে তা নিয়ে এখন বিতর্ক চলবে।’
গত বছরের শেষের দিক থেকে সানচেজ এই সরকারের মেয়াদের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সানচেজ সাংবাদিকদের বলেন, ‘সত্যি বলতে, এখনই সময়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের পাশাপাশি আগামী সপ্তাহগুলোতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের ক্ষমতার ওপর নজর রাখা গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপ নিতে ইচ্ছুক চারটি ইইউ দেশ ইউরোপের বিভিন্ন অঞ্চলের ও বিভিন্ন দলের মাধ্যমে শাসিত।
স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব সোশ্যাল লিবারেল ফ্রিডম মুভমেন্টের সদস্য, মাল্টিজ প্রধানমন্ত্রী রবার্ট আবেলা লেবার পার্টির ও আইরিশ তাওইসাচ লিও ভারাদকার সেন্ট্রাল রাইট ফাইন গেল দলের সদস্য। তবে চলতি সপ্তাহের শুরুতে ভারাদকর পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!