রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১২

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:২৬, ২০ মার্চ ২০২৪

১৬৩

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১২

পাকিস্তানের বেলুচিস্তানে মঙ্গলবার সন্ধ্যায় কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। আটজনকে উদ্ধার করা হয়েছে। খোস্ত এলাকায় বেসরকারি ঐ খনির প্রায় ৮০০ ফুট গভীরে আটকা পড়েছিলেন শ্রমিকরা।

সারারাত উদ্ধার তৎপরতা চালানোর পর বুধবার সকালে তার সমাপ্তি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক আব্দুল গনি বালুচ। ‍সব মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলুচিস্তানের খনি বিভাগের মহাপরিচালক আব্দুল্লাহ শাওয়ানি এএফপিকে বলেন, ‘প্রাথমিক প্রতিবেদন বলছে, মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে।’

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড়, কিন্তু সবচেয়ে দরিদ্র প্রদেশ। সেখানে অনেক প্রাকৃতিক সম্পদ আছে। কিন্তু স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, তাদের ন্যায্য ভাগ দেওয়া হয় না।

পাকিস্তানের খনিগুলোতে কাজের পরিবেশ বিপজ্জনক ও সেখানকার নিরাপত্তা মান দুর্বল। তাই প্রাণঘাতী দুর্ঘটনা অস্বাভাবিক নয়।

বেলুচিস্তান কয়লাখনি শ্রমিক ফেডারেশনের প্রধান লালা সুলতান এএফপিকে বলেন, ‘এই দুর্ঘটনা বেলুচিস্তানে প্রথম নয় এবং শেষও না। কয়লাখনিতে নিরাপত্তা ব্যবস্থা খুব কমই বাস্তবায়িত হয়। অন্যান্য প্রদেশে কিছু নিরাপত্তা প্রোটোকল থাকলেও বেলুচিস্তানে নিরাপত্তা একেবারেই উপেক্ষিত।’

একই এলাকায় ২০১৮ সালে দুটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ২৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছিলেন। ২০১১ বেলুচিস্তানের আরেক কয়লাখনি গ্যাস বিস্ফোরণের কারণে ধসে গেলে ৪৩ জন নিহত হন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত