রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নাভালনির মৃত্যুকে কেন্দ্র করে ৬ রুশ কর্মকর্তার ওপর কানাডার নিষেধাজ্ঞা

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:১৬, ৪ মার্চ ২০২৪

১৪৫

নাভালনির মৃত্যুকে কেন্দ্র করে ৬ রুশ কর্মকর্তার ওপর কানাডার নিষেধাজ্ঞা

আর্কটিক কারাগারে রায়িশার বিরোধী নেতা ও ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যুর পর ছয় রুশ কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।  রোববার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন রাশিয়ার প্রসিকিউশন, বিচার বিভাগীয় ও সংশোধনমূলক পরিষেবার উচ্চপদস্থ কর্মকর্তা।

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা প্রাপ্ত ওই ছয় কর্মকর্তা নাভালনির মানবাধিকার লঙ্ঘন, তাকে নিষ্ঠুরভাবে শাস্তি ও শেষ পর্যন্ত তার মৃত্যুর সঙ্গে জড়িত ছিল।

পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেছেন, আমাদের অংশীদারদের পাশাপাশি, কানাডা নাভালনির মৃত্যুর পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তের জন্য রুশ সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে। এই বর্ধিত চাপ একটি স্পষ্ট বার্তা যে, মানবাধিকারকে অবশ্যই দ্ব্যর্থহীনভাবে সম্মান করা উচিত।

আলেক্সি নাভালনির মৃত্যুর পর কানাডা সরকার রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তার মৃত্যুর পূর্ণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

৪৭ বছর বয়সী নাভালনি ১৬ ফেব্রুয়ারি আর্কটিকের একটি পেনাল কলোনিতে মারা যান। তিনি ‘চরমপন্থার’ দায়ে ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। তার পরিবার ও মিত্ররা তাকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য ক্রেমলিনকে অভিযুক্ত করেছে। পশ্চিমা নেতারা তার মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করেছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত