রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবারও পিটিআইয়ের চেয়ারম্যান গোহর, সম্পাদক ওমর আইয়ুব

ইন্টারন্যাশনাল ডেস্ক

১০:৩৯, ১ মার্চ ২০২৪

২২৯

আবারও পিটিআইয়ের চেয়ারম্যান গোহর, সম্পাদক ওমর আইয়ুব

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান হিসেবে  বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার গোহর আলি খান। প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীতা প্রত্যাহারের ফলে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হওয়া একমাত্র ব্যক্তি হলেন তিনি। খবর জিও নিউজ।

এদিকে ওমর আইয়ুব খানও পিটিআইয়ের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ডা. ইয়াসমিন রশিদ, আলী আমিন গন্ডাপুর, এবং হালিম আদিল শেখও পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধুতে দলের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বেলুচিস্তানের সভাপতি পদে কোয়েটায় একটি আন্তঃদলীয় ভোটের আয়োজন করবে দলটি।

পিটিআইয়ের এক বিবৃতিতে জানানো হয়, নির্বাচনের চূড়ান্ত ফলাফল দলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার ৩ মার্চ নির্বাচনী প্রক্রিয়া শেষে ঘোষণা করবেন।

দলের প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খান ২০২২ সালের এপ্রিলে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে সন্ত্রাস থেকে শুরু করে অর্থ পাচারের মতো একাধিক মামলার মুখোমুখি হওয়ায় গত বছরের নভেম্বরে আইনি জটিলতা এড়াতে পিটিআই প্রধানের পদ থেকে পদত্যাগ করেন।
 
পিটিআই গত বছরের ২ ডিসেম্বর ইসিপির নির্দেশে আন্তঃদলীয় নির্বাচন করে। পরে অবশ্য ওই নির্বাচল বাতিল ঘোষণা করা হয়েছিল।

গত ২৩ ফেব্রুয়ারি অসন্তোষজনক পারফরম্যান্সের কারণে দলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ব্যারিস্টার গোহরকে। এখন ফের পিটিআই প্রধানের দায়িত্ব পেলেন তিনই।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত