সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিধ্বস্ত গাজা, সাড়ে ১১ হাজার শিশু নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩:২০, ২ ফেব্রুয়ারি ২০২৪

২৯৩

বিধ্বস্ত গাজা, সাড়ে ১১ হাজার শিশু নিহত

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। সহসাই এ যুদ্ধ থামছে না বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪৮ জন। 

ইউনিসেফ জানিয়েছে, গত চার মাসের কম সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ১১ হাজার ৫০০ শিশু নিহত হয়েছে। সেইসঙ্গে এই সংঘর্ষের কারণে অন্তত ১৭ হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। 

আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক ভিডিও পোস্ট করেছে। সেখানে ইসরায়েলি হামলায় নিহত সাড়ে ১১ হাজার শিশুর নাম তারা উল্লেখ করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৩১ জন। আহত হয়েছে ৬৬ হাজার ২৮৭ জন। অন্যদিকে গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামাসের ছোড়া রকেট এবং ইসরায়েল সীমান্ত ভেদ করে হামাসের যোদ্ধাদের হামলায় নিহত হয় এক হাজার ১৩৯ জন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত