সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরে দাঁড়িয়ে ট্রাম্পকে এগিয়ে দিলেন রন ডিস্যান্টিস

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:৩৯, ২২ জানুয়ারি ২০২৪

১৭৫

সরে দাঁড়িয়ে ট্রাম্পকে এগিয়ে দিলেন রন ডিস্যান্টিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস। রোববার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

সম্প্রতি আইওয়ার নির্বাচনে তৃতীয় স্থান পেয়েছেন রন ডিস্যান্টিস। রিপাবলিকানদের মধ্যে কোন প্রার্থী শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়বেন, সেই ভোট হয়েছিল আইওয়ায়। সেখানে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। বস্তুত, আইওয়ার নির্বাচন স্পষ্ট করে দিয়েছে, রিপাবলিকান প্রার্থীদের দৌড়ে ট্রাম্পই সবার উপরে আছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার ) দেওয়া এক ভিডিও বার্তায় ডিস্যান্টিস বলেন, আমি নির্বাচনী সব ধরনের প্রচারণা থেকে সরে এসেছি ও প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাচ্ছি। কারণ বিষয়টি আমাদের কাছে স্পষ্ট যে বেশিরভাগ রিপাবলিকান ভোটার ডোনাল্ড ট্রাম্পকেই আরেকবার সুযোগ দিতে চান।

রন সরে গেলে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে থাকবেন ট্রাম্প এবং নিকি হ্যালি। ট্রাম্পের প্রশাসনে নিকি ছিলেন জাতিসংঘের রাষ্ট্রদূত। কিন্তু সেই নিকি রিপাবলিকান প্রার্থী হওয়ার লড়াইয়ে অংশ নেওয়ার পর ট্রাম্প তাকে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেছেন।

ডিস্যান্টিসের জন্ম ১৯৭৮ সালে ফ্লোরিডার জ্যাকসনভিলে। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করেন ও পরে তিনি হার্ভার্ড ল স্কুলে পড়েন। সেখানে দ্বিতীয় বর্ষে থাকার সময় তিনি মার্কিন নৌবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। সেখানে তিনি নৌবাহিনীর আইন শাখা জাজ এডভোকেট জেনারেল (জ্যাগ) বিভাগে কাজ করেন।

নৌবাহিনীতে থাকাকালীন তাকে গুয়ানতানামো বন্দী শিবিরের বন্দীদের নিয়ে কাজ করতে হয়। এছাড়া ইরাকে যুক্তরাষ্ট্রের যে নেভি সিলস টিম মোতায়েন করা হয়েছিল, তাদেরও আইন উপদেষ্টা ছিলেন তিনি। ২০১২ সালে রন ডিস্যান্টিস হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে প্রথম নির্বাচিত হয়েছিলেন। এর ছয় বছর পর ২০১৮ সালে তিনি ফ্লোরিডার গভর্নর নির্বাচিত হন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত