সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উত্তর ভারতজুড়ে প্রবল কুয়াশা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:৪৩, ২৯ ডিসেম্বর ২০২৩

১৬৭

উত্তর ভারতজুড়ে প্রবল কুয়াশা

প্রবল শীত এবং কুয়াশায় আচ্ছন্ন উত্তর ভারতের একটি বড় অংশ। এতে দিল্লি বিমানবন্দরে একের পর এক ফ্লাইটের সময় পরিবর্তন করা হচ্ছে।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে কোনো ফ্লাইট বাতিল করা হচ্ছে, আবার কিছু ফ্লাইটের সময় পিছিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এক ভয়াবহ অবস্থা দিল্লি বিমানবন্দরে। 

গতকাল বৃহস্পতিবার, দিল্লিতে ১৩৪টি ফ্লাইটের সময় বদলানো হয়েছে। এর মধ্যে ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট দিল্লিতে আসে এবং ৩৫টি দিল্লি ছেড়ে যাচ্ছিল। এছাড়া দেশের ভেতরে চলাচলের ক্ষেত্রে ৪৩ টি বিমান দিল্লি ছেড়ে যাচ্ছিল এবং ২৮টি বিমান দিল্লিতে আসছিল।

বিমানবন্দর জানিয়েছে, সময় সময় দৃশ্যমানতা শূন্যে পৌঁছে যাচ্ছে। ফলে দিল্লি অভিমুখে আসা বিমানকে ঘুরিয়ে দিতে বাধ্য হচ্ছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। দিল্লি বিমানবন্দরে দাঁড় করিয়ে রাখতে হচ্ছে বহু বিমানকে। চাপ বাড়ছে বিমানবন্দরের ভেতরেও। বহু যাত্রী ফ্লাইটের অপেক্ষায় বসে আছেন।

একই অবস্থা রেল স্টেশনেও। বৃহস্পতিবার ২২টি ট্রেন বিলম্বিত হয়েছে। কোনো কোনো ট্রেন ২৪ ঘণ্টা দেরিতে চলছে। মাঝ রাস্তায় কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে বহু ট্রেন।

এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন কুয়াশা কাটার কোনো সম্ভাবনা নেই। বস্তুত, কুয়াশা নিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সঙ্গে জানানো হয়েছে, শৈত্যপ্রবাহ চলতে থাকবে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে এমন অবস্থা থাকবে।

কুয়াশা বাড়লেও দিল্লির বায়ু দূষণের পরিমাণ গত কয়েকদিনে কিছুটা নেমেছে। একিউআই ৩৫০ এর আশপাশে আছে। এক সপ্তাহ আগেও যা প্রায় ৪০০-র কাছাকাছি ছিল।

পাঞ্জাব হরিয়ানায় এমন কুয়াশা আরো অন্তত পাঁচদিন থাকবে বলে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। এর ফলে হাইওয়েগুলিতেও গাড়ির যানজট তৈরি হয়েছে। প্রায় প্রতিটি এক্সপ্রেসওয়েতে সতর্কতা জারি হয়েছে। গাড়ির ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ। তবে এখনো পর্যন্ত বড় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত