সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাতিসংঘ কর্মীদের ওপর ইসরাইলের ভিসা নিষেধাজ্ঞা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৩৩, ২৮ ডিসেম্বর ২০২৩

১৭১

জাতিসংঘ কর্মীদের ওপর ইসরাইলের ভিসা নিষেধাজ্ঞা

জাতিসংঘ কর্মীদের ভিসা দেওয়ার ব্যবস্থা বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরাইল। জাতিসংঘের কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সহযোগী হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছে ইসরাইল।

মঙ্গলবার এই ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তের ঘোষণা দেন ইসরাইলের মুখপাত্র এইলন লেভি। খবর আলজাজিরার।

তিনি বলেন, গাজায় বর্তমান সংঘাতের সময় জাতিসংঘের কর্মীরা ইসরাইলের ওপর দোষ চাপাচ্ছেন এবং হামাসের দোষ আড়াল করছেন। এই অভিযোগ এনে তিনি জাতিসংঘের কর্মকর্তাদের নিন্দা করেন।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের কর্মীরা ভিসার অনুরোধ করলেই তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না; বরং ভিসার বিষয়ে খুঁটিনাটি যাচাই-বাছাই করে দেখা হবে।

ইসরাইলের মুখপাত্র এইলন লেভি বলেন, জাতিসংঘের যেসব কর্মকর্তা-কর্মচারী হামাসের সঙ্গে প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করবে, তাদের সঙ্গে ইসরাইল কাজ করা বন্ধ করে দেবে। ইসরাইল তার মিত্রদের প্রতিও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত