সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৬ দেশ থেকে তুরস্ক ভ্রমণে লাগবে না ভিসা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:২৯, ২৭ ডিসেম্বর ২০২৩

১৭৪

৬ দেশ থেকে তুরস্ক ভ্রমণে লাগবে না ভিসা

ভ্রমণের উদ্দেশে সৌদি আরবসহ ছয়টি দেশের নাগরিকদের তুরস্কে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন হবে না বলে ঘোষণা দিয়েছে তুরস্ক সরকার। শুক্রবার (২২ ডিসেম্বর) এ সিদ্ধান্ত জারি করা হয়, তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে শনিবার। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

তুরস্কে যেতে ভিসার প্রয়োজন হবে না এমন দেশ গুলো হলো: সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। 

প্রতিবেদনে বলা হয়, উপরোক্ত দেশের পাসপোর্টধারী নাগরিকদের ভিসা ছাড় দেয়ার সিদ্ধান্ত জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের নতুন এই ঘোষণায় উল্লেখিত ছয় দেশের নাগরিক ভিসা ছাড়াই প্রতি ১৮০ দিনে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত দেশটিতে ভ্রমণ করার সুযোগ পাবেন। 

এর আগে পর্যটন খাতের উন্নয়নে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কাসহ বেশ কিছু দেশ। এবার প্রায় একই ধরনের উদ্যোগ নিলো তুরস্ক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত