সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউক্রেনকে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:৫২, ২৩ ডিসেম্বর ২০২৩

২২৮

ইউক্রেনকে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তার করতে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস। ডাচ সরকার শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মার্ক রুট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘আজ আমি রাষ্ট্রপতি জেলেনস্কিকে ইউক্রেনে পাঠানোর জন্য প্রাথমিকভাবে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান প্রস্তুত করার আমাদের সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছি। ইউক্রেনকে সামরিক সহায়তা বিষয়ক চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল এফ-১৬ পাঠানো।’

ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রপ্তানি পারমিট ও ইউক্রেনের স্টাফ এবং অবকাঠামোর মানদণ্ড পূরণের জন্য ফাইটার জেটের ডেলিভারি এখনও মুলতুবি রয়েছে। তবে কবে ডেলিভারি করা হবে এ সংক্রান্ত কোনো সময়সীমার কথা জানাননি রুট।

কিন্তু এই ঘোষণার ফলে বিমানগুলো পাঠাতে তহবিল সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে সরকার জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এক্স-এ বলেছেন, ‘আমি মার্ক রুটের সঙ্গে কথা বলেছি। ইউক্রেনকে প্রাথমিকভাবে ১৮টি এফ-১৬ বিমান পাঠানোর প্রস্তুতি শুরু করায় ডাচ সরকারকে ধন্যবাদ জানিয়েছি।’

নেদারল্যান্ডস গত মাসে ইউক্রেনীয় পাইলট ও কর্মীদের জন্য রোমানিয়ায় একটি নতুন প্রশিক্ষণ সুবিধায় প্রথমবার মার্কিন তৈরি এফ-১৬ পাঠিয়েছে।

ডেনমার্ক, নরওয়ে ও বেলজিয়ামও কিয়েভকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা করেছে। পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য বিমানগুলো পাঠাবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত