গাজায় যুদ্ধবিরতি শেষ হতেই ইসরায়েলি হামলা, নিহত ২৯
গাজায় যুদ্ধবিরতি শেষ হতেই ইসরায়েলি হামলা, নিহত ২৯
গাজায় সাময়িক যুদ্ধবিরতির সময় শেষ হলেই সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৯ জন নিহত হয়েছেন। গাজার অন্তত ৭টি স্থানে হামলা হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখা দাঁড়িয়েছে ২৯ জন। খান ইউনিসে ধ্বংস হয়ে গেছে একটি ভবন।
স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এসব খবর দিচ্ছে।
এতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ২৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে উত্তর গাজার বেইত লাহিয়ায় দুজন, জাইতুন ও সুজাইয়ায় পাঁচজন, মধ্য গাজার মাঘাজিতে দশজন, দক্ষিণের খান ইউনিসে একজন, হামাদ শহরে দুজন এবং রাফাহতে নয়জন নিহত হয়েছেন।
আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজুম দক্ষিণ গাজার খান ইউনিস থেকে জানান, দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি হামলায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। যদিও ইসরায়েলি বাহিনী বেসামরিকদের পালাতে অঞ্চলটিকে নিরাপদ হিসেবে বর্ণনা করেছিল।
তিনি বলেন, গেল এক ঘণ্টা ধরে আমরা ইসরায়েলের ভারী বোমাবর্ষণের মধ্যে রয়েছি।
এদিকে ফের হামলা শুরুর পর থেকে কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও হামাসের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। সূত্রের বরাতে জানাচ্ছে রয়টার্স।
সূত্রটি জানিয়েছে, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর জন্য উভয়পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
গাজায় যুদ্ধবিরতির সপ্তম দিন ছিল বৃহস্পতিবার। দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর হামলার পর গেল ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়।
প্রথম দফার পর যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়াতে একমত হয় দুই পক্ষ। এরপর গত মঙ্গলবার শুরু হয় আরও দুই দিনের যুদ্ধবিরতি। এটি শেষ হয় বুধবার।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!