সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে সুড়ঙ্গে আটকা ৪১ জনকেই উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক

২২:০৮, ২৮ নভেম্বর ২০২৩

২৪১

ভারতে সুড়ঙ্গে আটকা ৪১ জনকেই উদ্ধার

ভারতের উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ১৭ দিন আটকে থাকার পর অবশেষে ৪১ জন শ্রমিককেই উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৩৮ মিনিটের দিকে তাদের নিরাপদে বের করে আনা হয় বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। 

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। 

খবরে বলা হয়েছে, সুড়ঙ্গ থেকে প্রথমে বেরিয়ে আসেন ঝাড়খণ্ডের বিজয় হোরো। এরপর ঘণ্টাখানেকের মধ্যে সব শ্রমিককে বের করে আনা হয়। 

গত ১২ নভেম্বর ভোরে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নামে। এতে ভেতরে আটকা পড়েন ৪১ জন শ্রমিক। এতদিন ধরে তাদের বের করার জন্য নানাভাবে চেষ্টা চলছিল। কিন্তু ধ্বংসস্তূপ খুঁড়ে শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। 

তবে পাইপের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেখানে পৌঁছে দেওয়া হয় খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৪১ জনের অবস্থা আপাতত স্থিতিশীল। প্রয়োজন হলে তাদের হাসপাতালে নেওয়া হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত