সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উত্তাল ডাবলিন 

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৩১, ২৪ নভেম্বর ২০২৩

২৮৫

উত্তাল ডাবলিন 

সহিংস বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। দেশটির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা ডাবলিনে গাড়ি পুড়িয়ে দিয়েছে। সেইসঙ্গে অনেক দোকানে লুটের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলের বাইরে ছুরি হামলায় তিন শিশু আহতের ঘটনার পর ডাবলিনে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এটি গত কয়েক বছরের মধ্যে ডাবলিনে ভয়াবহ সহিংসতা।

ডাবলিনের পার্নেল স্কয়ার ইস্টে ছুরি হামলায় পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়। এতে আরও দুই শিশু ও প্রাপ্ত বয়স্ক আহত হয়। যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় দেড়টায় হামলার ঘটনা ঘটে। 

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীর জাতীয়তা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। যদিও দেশটির পুলিশ শুধু জানায়, হামলাকারী একজন ৫০ বছর বয়সী। 

দেশটির পুলিশ প্রধান ড্রু হ্যারিস এ সহিংসতার জন্য অতি ডানপন্থী মতাদর্শের উন্মাদ দলকে দোষারোপ করেছেন। সেইসঙ্গে তিনি ভুল তথ্যের বিরুদ্ধে সতর্ক করেছেন।

তবে ঠিক কী কারণে এই সহিংসতা ছড়িয়ে পড়ল- তা এখনো স্পষ্ট নয় বলে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। আয়ারল্যান্ড থেকে বিবিসির সাংবাদিক জানিয়েছেন, দাঙ্গাকারীদের হটিয়ে দেওয়া হয়েছে। ডাবলিনের রাস্তা এখন শান্ত। দেশটির তদন্তকারীরা জানাচ্ছেন, তারা এ ঘটনার তদন্ত করছে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত