যুদ্ধবিরতির আগের রাতেও ব্যাপক বোমাবর্ষণ, গাজায় নিহত ছাড়াল ১৪৫০০
যুদ্ধবিরতির আগের রাতেও ব্যাপক বোমাবর্ষণ, গাজায় নিহত ছাড়াল ১৪৫০০
কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ও বন্দিবিনিয়ম চুক্তি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে যুদ্ধবিরতির ঠিক আগের রাতে গাজাজুড়ে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল। দেশটির এমন হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৪০০ জন বেড়ে ছাড়িয়েছে ১৪ হাজার ৫০০।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩২ জনে। নিহতদের মধ্যে ৬ হাজারের বেশি শিশু ও ৪ হাজারের বেশি নারী। এ ছাড়া এই সময়ে আহত হয়েছে আরও অন্তত ৩৫ হাজার। আহতদের ৭৫ শতাংশই শিশু ও নারী।
গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস জানিয়েছিল, ইসরায়েলের সঙ্গে হামাসের চলমান যুদ্ধ চার দিনের জন্য স্থগিত রাখা হবে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। তবে যুদ্ধবিরতির আগের রাতেও গাজাজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে বলা হয়েছে, গাজার দায়ের এল-বালাহ, নুসেইরাত শরণার্থীশিবিরের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এ দুই এলাকায় আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে।
এ ছাড়া, গাজার পাশের শেইখ রাদওয়ানেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর বাইরে খান ইউনিস ও মিসর সীমান্তের কাছে অবস্থিত রাফাহেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাফাহে কুয়েতের অর্থায়নে পরিচালিত কুয়েত হাসপাতালের মালিকানাধীন একটি ভবনও বিধ্বস্ত হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!