সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গাজার হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাংক

ইন্টারন্যাশনাল ডেস্ক

০০:৫৩, ১১ নভেম্বর ২০২৩

২৯৬

গাজার হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাংক

ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার হাসপাতাল ঘেরাও করে রেখেছে। হাসপাতালের পরিচালক সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। গাজার অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধার এলাকায়ও হামলা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ইসরায়েলের সামরিক অভিযানের কারণে অবরুদ্ধ অঞ্চলটিতে রোগীদের এবং চিকিৎসা কর্মীদের আরও বিপন্ন করে তোলার আশঙ্কা বাড়িয়ে তুলছে।

উত্তর গাজার আল নাসর হাসপাতাল এবং আল রান্টিসি পেডিয়াট্রিক হাসপাতালের প্রধান মোস্তফা আল-কাহলুত সিএনএনকে বলেছেন, তাদের ঘিরে রাখা হয়েছিল এবং সরিয়ে নেওয়ার জন্য রেড ক্রসকে সাহায্য করতে অনুরোধ করা হয়েছিল।

আল-কাহলুত আরও বলেন, ‘আমরা সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে গেছি। হাসপাতালের বাইরে ট্যাঙ্ক রয়েছে এবং আমরা বের হতে পারছি না।’

হাসপাতাল কমপ্লেক্সটি শেখ রাদওয়ান পাড়া এবং আল শাতি ক্যাম্পের কাছাকাছি অবস্থিত। এখানে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এবং হামাস আলাদাভাবে স্থল যুদ্ধের খবর দিয়েছে।

উত্তর গাজার অন্তত আরও দুটি হাসপাতালের কাছে হামলার খবর পাওয়ার পর আল-কাহলুত সাহায্যের আবেদন করেছেন।

এক ফেসবুক বিবৃতিতে আল আওদা হাসপাতাল বলেছে, ইসরায়েলি বাহিনী আল আওদা হাসপাতাল এবং ইন্দোনেশিয়ান হাসপাতালের আশপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করার কারণে এখানকার ১০ কর্মচারী আহত হয়েছেন, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নয়টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি অ্যাম্বুলেন্স যা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি পৃথক বিবৃতিতে, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) বলেছে, তাদের একজন স্বেচ্ছাসেবক আহত হয়েছে এবং দুটি অ্যাম্বুলেন্স আল আওদা হাসপাতালের কাছে হামলার কারণে অকেজো হয়ে পড়েছে।

আইডিএফ ঘটনাগুলোর বিষয়ে মন্তব্য করেনি তবে বারবার বেসামরিক লোকদেরকে ওয়াদি গাজার দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। আইডিএফ বলেছে, হামাস নিজেকে বেসামরিক অবকাঠামোতে প্রবেশ করিয়েছে এবং তারা হামাসকে লক্ষ্য করে যেখানে প্রয়োজন সেখানে হামলা চালাবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত