সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের রাজধানীতে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্কুল বন্ধ ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৪১, ৩ নভেম্বর ২০২৩

২৪৮

ভারতের রাজধানীতে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্কুল বন্ধ ঘোষণা

ভারতের রাজধানী নয়াদিল্লি জুড়ে বিষাক্ত ধূসর ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে মহানগরীর স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এ পরিস্থিতি রাজধানীর ৩ কোটি বাসিন্দার জীবনকে দুর্বিসহ করে তুলেছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, কৃষকদের খড় পোড়ানোর ধোঁয়া, যানবাহন ও কল-কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া প্রতি শীতে একত্রিত হয়ে রাজধানীকে ধোঁয়াশায় ঢেকে দেয়।

পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের মতে, শুক্রবার সবচেয়ে বিপজ্জনক  পিএম২.৫ কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার দৈনিক সর্বোচ্চ ৩৫ গুণ ছিল। এ মাত্রার কণা এতো ছোট যে সেগুলো রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার ঘোষণা দেন যে এমন ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতিতে রাজধানী জুড়ে সকল প্রাথমিক বিদ্যালয় কমপক্ষে দুই দিন বন্ধ থাকবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত