সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনের ‘নিখোঁজ’ প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক

২২:২৯, ২৪ অক্টোবর ২০২৩

২২২

চীনের ‘নিখোঁজ’ প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

মাসখানেকেরও বেশি সময় নিখোঁজ থাকার পর অবশেষে খবরে এলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। তবে এবার শিরোনাম হলেন পদ হারিয়ে।

এবার পররাষ্ট্রমন্ত্রীর মতোই চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর পদের পাশাপাশি স্টেট কাউন্সিলর পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে তাকে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, লি শাংফুকে স্টেট কাউন্সিলের সদস্যা ও প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছে। 

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের পাশাপাশি পদচ্যুত হওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বে রদবদলের অংশ হিসেবে এমনটি করা হয়েছে।

দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেসের ১৪তম স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

গত এপ্রিলে অন্তর্ধানে যাওয়ার পর চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে পদচ্যুত করা হয়েছিল। এর মাধ্যমে বেইজিংয়ে সম্ভাব্য অশান্তি স্পষ্ট হয়। একই মাসে চীনের রকেট ফোর্সের সাবেক প্রধান লি ইউচাওকেও অপসারিত করা হয়। 

এই ফোর্স দেশটির পারমাণবিক অস্ত্রাগারের তদারকি করে। পদচ্যুত করার আগে কয়েক সপ্তাহ তাকে জনসম্মুখে দেখা যায়নি। আর এবার লি শাংফুকে অপসারণ করা হলো।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত