সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিরল দৃশ্য, চীনে পুতিনের সঙ্গী ছিল পারমাণবিক ব্রিফকেস

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:৪৮, ১৯ অক্টোবর ২০২৩

১৮৭

বিরল দৃশ্য, চীনে পুতিনের সঙ্গী ছিল পারমাণবিক ব্রিফকেস

রুশ কর্মকর্তাদের হাতে পারমাণবিক ব্রিফকেস, কড়া নিরাপত্তায় তাদের সঙ্গে হাঁটছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন; বেইজিংয়ে এমন বিরল দৃশ্য দেখা গেল বুধবার।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক বৈঠকের পর আরেকটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন পুতিন। সেসময় মুহূর্তটি ধারণ করা হয় ক্যামেরায়।

রাশিয়ার পারমাণবিক বিফ্রকেস সাধারণত নৌবাহিনীর কর্মকর্তারাই বহন করেন। ‘শেগেট’ নামে পরিচিত ব্রিফকেসটি সবসময় প্রেসিডেন্টের সঙ্গেই থাকে। তবে প্রকাশ্যে আসে কম।

রয়টার্স জানিয়েছে, পুতিনের সফরসঙ্গী ছিলেন রুশ নৌবাহিনীর দুই কর্মকর্তা। তাদের প্রত্যেকের হাতে ছিল ‘তথাকথিত’ পারমাণবিক ব্রিফকেস, যেটি পারমাণবিক হামলার কমান্ড দিতে ব্যবহার করা হয়। ক্যামেরায় জুম করে সেই ব্রিফকেসের ছবিও তোলা হয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এর ক্রেমলিন সংবাদদাতা লিখেছেন, বিশেষ কিছু স্যুটকেস রয়েছে, যেটি ছাড়া পুতিনের সফর সম্পূর্ণ হয় না।

আরেকটি ভিডিওতে পুতিনকে একটি বৈঠক থেকে তার নৌ কর্মকর্তাদের সঙ্গে বের হতে দেখা যায়। কর্মকর্তারা পুতিনের কাছ থেকে কয়েক পা দূরত্বে ছিলেন। সিঁড়ি থেকে নিচে নেমে আসছিলেন তিনি।

রুশ পারমাণবিক ব্রিফকেসের মত মার্কিন প্রেসিডেন্টের কাছেও একটি ডিভাইস রয়েছে, যাকে বলা হয়, ‘পারমাণবিক ফুটবল’। মূলত সেটিও ব্যাগ বা ব্রিফকেস। 

এতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার কোড সংরক্ষিত থাকে। মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে না থাকলেও ওই ব্যাগের মাধ্যমে তিনি নির্দেশ দিতে পারেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত