সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুদ্ধের মধ্যেই বুধবার ইসরায়েল যাচ্ছেন বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:২৪, ১৭ অক্টোবর ২০২৩

২১২

যুদ্ধের মধ্যেই বুধবার ইসরায়েল যাচ্ছেন বাইডেন

অবরুদ্ধ গাজায় ধারাবাহিক বোমা বর্ষণের মধ্যেই বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন এবং গাজার সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করবেন তিনি।

মঙ্গলবার (১৬ অক্টোবর) ইসরায়েল সফরের সময় এই ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে মঙ্গলবার ৭ ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে ব্লিঙ্কেন এই সফরের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের মধ্যে স্বল্প সময়ের মধ্যে ছয়টি আরব দেশ সফর শেষে ইসরায়েলে ফিরেন তিনি। গাজায় আকাশ, সমুদ্র ও স্থল পথে ইসরায়েলের সম্ভাব্য ত্রিমুখী অভিযানে পুরো মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে আসছে আরব দেশগুলো। এই পরিস্থিতিতে করণীয় নিয়ে আরব দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

আলোচনার বিস্তারিত সংবাদমাধ্যমের সামনে এখনও তুলে ধরেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বাইডেনের সফর প্রসঙ্গে ব্লিঙ্কেন আরও বলেছেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযানে ক্ষয়ক্ষতি ও হতাহত কীভাবে সর্বোচ্চ কমিয়ে আনা যায় এ বিষয়ে নেতানিয়াহুর প্রশাসনের পরিকল্পনা শুনবেন তিনি। পাশাপাশি হামাসকে বাদ দিয়ে বেসামরিক ফিলিস্তিনিদের কাছে কীভাবে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া যায়, এ নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বাইডেন।

সূত্র: সিএনএন

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত