একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল, মোট ২২১৫
একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল, মোট ২২১৫
অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর নাশকতা চলছে। তারা তাদের বিধ্বংসী বিমান হামলা টানা ৮ দিন ধরে অব্যাহত রেখেছে। এত বোমাবর্ষণ এত ভয়াবহ হামলা গাজাবাসী এর আগে দেখেনি। নির্বিচারে করা এ বিমান হামলায় একদিনেই চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে ফেলেছে ইসরায়েল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে রোববার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা সিটিতে ২৬০ জন, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে ৮০ জন এবং উত্তরাঞ্চলীয় জাবালেয়া শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি। এছাড়া বেইত লাহিয়া শহরে ১০ জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নিহত হয়েছেন আরও ২০ জন।
আল-জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের সাম্প্রতিক এ অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৮ হাজার ৭১৪ জন ফিলিস্তিনি। এত লাশ রাখার জায়গাও হছে না।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জন। আহত হয়েছেন ৩ হাজার ৪০০ জনের বেশি।
শনিবার গাজায় রাতভর বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া, খান ইউনিসে স্থল অভিযানও চালিয়েছে তারা। জবাবে তেল-আবিবের দিকে রকেট ছুড়েছে হামাস।
এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা আরও বিস্তৃত পরিসরে গাজায় অভিযান চালাতে প্রস্তুত, ইতোমধ্যেই আকাশ ও স্থলপথের সাথে সাথে জলপথেও হামলা চালাবে তারা এমনটাই জানা গেছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!