সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুদ্ধকালীন সরকার গঠন করে হামাস নিশ্চিহ্নের হুংকার নেতানিয়াহু`র

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:৪৪, ১২ অক্টোবর ২০২৩

২৫৭

যুদ্ধকালীন সরকার গঠন করে হামাস নিশ্চিহ্নের হুংকার নেতানিয়াহু`র

ইসরাইলে হামাসের হামলার পরিপ্রেক্ষিতে বিরোধী দলকে সঙ্গে নিয়ে যুদ্ধকালীন ঐকমত্যের সরকার গঠন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐক্যবদ্ধভাবে শত্রুদের মোকাবিলা করা এই সরকারের উদ্দেশ্য।

রাজনৈতিক বৈরিতা সরিয়ে রেখে বিরোধী নেতা বেনি গাৎজকে সঙ্গে নিয়ে বুধবার যুদ্ধকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। এ সময় হামাস সদস্যদের হুঙ্কার দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি হামাস সদস্য এখন একজন মৃত মানুষ।

বিরোধী দলীয় নেতা গাৎজ বলেছেন, এখন যুদ্ধের সময় এবং নতুন সরকার পৃথিবী থেকে হামাস নামের নিশানা উড়িয়ে দিতে প্রস্তুত। এই নেতা আরও বলেন, সরকার এবং নিরাপত্তা বাহিনীকে বিরোধী দলগুলো পুরোপুরি সমর্থন দিয়ে যাবে।

হামাস-ইসরাইল সংঘর্ষের ৬ষ্ঠ দিনে দুপক্ষের ২৪০০ লোক নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ সহস্রাধিক মানুষ।

সংঘাতে ইসরাইলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর হামাসের পক্ষ নিয়েছে ইরান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত