মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কানাডায় অস্ত্র প্রশিক্ষণ শিবির চালাতেন হারদিপ: ভারত 

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:২৪, ২৩ সেপ্টেম্বর ২০২৩

২৫১

কানাডায় অস্ত্র প্রশিক্ষণ শিবির চালাতেন হারদিপ: ভারত 

শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারতের সম্পৃক্ততার 'বিশ্বাসযোগ্য অভিযোগ' তদন্ত করে দেখছে কানাডা। গত সোমবার (১৮ সেপ্টেম্বর) জাস্টিন ট্রুডোর এমন মন্তব্যের পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে উভয় দেশই একে অপরের শীর্ষ পর্যায়ের কূটনীতিককে বহিষ্কার করেছে। এছাড়া ভারত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে। জাস্টিন ট্রুডোও নিজ্জার হত্যায় ভারতকে নিয়ে যে অভিযোগ করেছেন তাতে অটল রয়েছেন। 

এর আগে গত ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাইরে মুখোশ পরা দুই জন বন্দুকধারী গুলি করে হত্যা করে নিজ্জারকে। 

এদিকে ভারত কর্তৃপক্ষ হারদিপকে নিয়ে নথি প্রকাশ করেছে যা হাতে পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সেখানে বলা হয়েছে, নিহত খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ভারতে একজন সন্ত্রাসী যিনি ১৯৮০ এর দশক থেকেই অপরাধে সম্পৃক্ত। কিশোর বয়সকাল থেকেই তার স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ ছিল। 

জাল পাসপোর্টে নিজ্জার ১৯৯৬ সালে কানাডা পালিয়ে যায় এবং দেশটিতে ট্রাকের ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। এরপর পাকিস্তানে যায় অস্ত্র ও বিস্ফোরকের প্রশিক্ষণ নিতে। কানাডায় অবস্থান করে তিনি পাঞ্জাবে বেশ কয়েকটি হত্যা ও হামলার নির্দেশও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, পাঞ্জাবের জালান্দারের ভার সিং পুরা গ্রামের বাসিন্দা নিজ্জার গ্যাংস্টার জীবন শুরু হয় গুরনেক সিং ওরফে নেকার নেতৃত্বে। ১৯৮০ থেকে ৯০ এর দশকে তিনি খালিস্তান কমান্ডো ফোর্স (কেসিএফ) জঙ্গিদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১২ সাল থেকে খালিস্তান টাইগার ফোর্সের (কেটিএফ) প্রধান জগতার সিং তারার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এরপর বিভিন্ন সন্ত্রাসী মামলায় নিজ্জারের নাম এলে তিনি ১৯৯৬ সালে কানাডা পালিয়ে যান। 

কানাডার যাওয়ার পর নিজ্জার সন্ত্রাসী কার্যকলাপের জন্য তিনি তার সহযোগী যারা মাদক ও অস্ত্র চোরাচালানে যুক্ত ছিলেন তাদের কাছ থেকে অর্থ নেওয়া শুরু করেন। নিজ্জার জগতার সিং মিলে পাঞ্জাবে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেন এবং কানাডায় একটি সন্ত্রাসী গ্যাং গঠন করেছেন। এতে মন্দীপ সিং ধালিওয়াল, সার্বজিত সিং, অনুপভীর সিং, দর্শন সিং যুক্ত বলে ভারতের নথিতে দাবি করা হয়েছে। এখানে তারা অস্ত্র প্রশিক্ষণ শিবির চালাতেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত