মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাজ্যে ৫ বুলগেরিয়ান আটক 

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:২১, ২২ সেপ্টেম্বর ২০২৩

২১০

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাজ্যে ৫ বুলগেরিয়ান আটক 

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন পাঁচজনকে অভিযুক্ত করেছে যুক্তরাজ্য। আগামী মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।

অভিযুক্ত ওই পাঁচজন হলেন— ওরলিন রুসেভ (৪৫), ক্যাট্রিন ইভানোভা (৩১), আইভ্যান স্তোয়ানোভ (৩১), বিজের দিঝাম্বাজোভ (৪১) এবং ভানিয়া গ্যাবেরোভা (২৯)। 

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেস কোর্টে তাদের বিচার হবে। তারা সবাই বুলগেরিয়ার নাগরিক। ২০২০ সালের আগস্ট মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা রাশিয়ার কাছে তথ্য পাচার করেছে। 

তাদের বিরুদ্ধে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহ করে রাশিয়ার কাছে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।

বুলগেরিয়ার রাষ্ট্রীয় নথির তথ্য অনুসারে, অভিযুক্তরা লন্ডনে নির্বাচন কমিশনে কাজ করেছে, যা বিদেশে বসবাসকারী নাগরিকদের বুলগেরিয়ান নির্বাচনে ভোটদানের সুবিধা দেয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত