আগামী সপ্তাহে বাইডেনের সাথে সাক্ষাত করবেন জেলেনস্কি
আগামী সপ্তাহে বাইডেনের সাথে সাক্ষাত করবেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করবেন। মার্কিন প্রশাসনের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস এ কথা জানিয়েছে। খবর তাস’র।
সংস্থাটি জানায়, জেলেনস্কি আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন নেতার সাথে সাক্ষাত করবেন। এদিকে মার্কিন সূত্র জানায়, জেলেনস্কি জাতিসংঘর সাধারণ পরিষদের অধিবেশনে অংশ গ্রহণ এবং মার্কিন কংগ্রেসে যাবেন।
জেলেনস্কির এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তায় প্রায় দুই হাজার একশ’ কোটি ডলার প্রদানের জন্য কংগ্রেসে আলোচনা চলছে।
উদ্ধৃতি দিয়ে এনবিসি জানায়, জেলেনস্কি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাইডেনের সাথে সাক্ষাত করার পরিকল্পনা করেন। তবে এই সাক্ষাত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হবে কিনা সে ব্যাপারে ওই কর্মকর্তা স্পষ্ট করে কিছু বলেননি।
আগামী ১৯ সেপ্টেম্বর সকালে জেলেনস্কির জাতিসংঘর সাধারণ পরিষদের অবিশেনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
পরের দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেন বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবে। তবে বৈঠকে যুক্তরাষ্ট্র বা ইউক্রেন কোন দেশই তাদের নেতাদের অংশ গ্রহণের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!